দ্বিতীয় পুরুষ (সিনেমা ২০২০)

প্রযোজনা : এস ভি এফ প্রাইভেট লিমিটেড পরিচালনা : সৃজিত মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনা : অনুপম রায় ক্যামেরাম্যান : সৌমিক হালদার অভিনয় : পরমব্রত চট্টোপাধ্যায় , রাইমা সেন , অনির্বাণ ভট্টাচার্য , গৌরব চক্রবর্তী , ঋদ্ধিমা , ঋতব্রত মুখোপাধ্যায় , বাবুল সুপ্রিয় এবং প্রমুখ । ভাষা: বাংলা – সৌভিক বিশ্বাস রিভিউ : বাইশে শ্রাবণ যারা দেখেছিল তারা একটি নতুন ধরনের বাংলা সিনেমা পেয়েছিলো এবং তারসাথে বাই- প্রডাক্ট হিসাবে বাঙালি প্রেম , বাঙালি নস্টালজিয়া এইসব পাওয়া গেছিলো । এই কারণগুলো মানুষকে এবারও হলমুখী করেছে । কতটা জমলো এই সিনেমার গল্প ? প্রথমেই বলি দ্বিতীয় পুরুষ কিন্তু তারাও দেখতে পারবে যারা এখনও বাইশে শ্রাবণ দেখেনি কারণ সিনেমায় পুরোনো চরিত্রগুলো বাদ দিয়ে গল্পটা আদ্যোপান্ত নতুন । সিনেমাটা তে দেখা যায় কলকাতার চাইনা টাউনে কিছু পরপর খুন হয় যেটা ঘটনাক্রমে অভিজিৎ পাকরাশির ( পরমব্রত ) হা...