Posts

Showing posts from July, 2021

ওয়েব সিরিজ: রে

Image
  পরিচালনা: সৃজিত মুখোপাধ্যায়, অভিষেক চৌবে, ভাসান বালা -সৌভিক বিশ্বাস আচ্ছা, শুরুতেই বলে রাখা ভালো এটা ফর্মাল যেরকম রিভিউ হয় হয়তো সেইরকম গোছের হবে না। এছাড়া আমি অত বড়ো সিনেমা বোদ্ধা নই যে খুব সিনেমা-বোধ-সমৃদ্ধ একটা রিভিউ লিখতে পারবো। পারবো যেটা, সেটা হলো দেখার পর ভালো মন্দ মিশিয়ে নিজের কেমন লেগেছে আর ওই সম্পর্কিত কিছু কথা–সেটা জানানো। ভালো খারাপ যাই লেগে থাকুক আমার মনে হয় এইরকম উদ্যোগকে অন্তত একটু প্রশংসা করা যায়। কারণ, বিখ্যাত সৃষ্টিগুলোর সাথে জড়িয়ে থাকা স্রষ্টার মুন্সিয়ানা নিঃসন্দেহে কালজয়ী–সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই কিন্তু সেইগুলো যদি কালের পথ পেরিয়ে এসে একই জায়গায় একইভাবে আটকে থাকে, একইভাবে জনসম্মুখে পরিবেশন করা হয় তাহলে সেই স্থবিরত্ব, একঘেয়েমি হয়তো সুদূর ভবিষ্যতে শিল্পের অগ্রগতিকে ব্যহত করবে। বলা ভালো, এটা শুধু শিল্প না বিজ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য। জেমস ওয়াটের স্টীম ইঞ্জিন থেকেই ক্রমে বর্তমানে আমরা বৈদ্যুতিক ট্রেনে এসে পৌঁছেছি। এই অ্যান্থলজির চারটে গল্পের মধ্যে যে দুটো নিয়ে বেশি আলোচনা হচ্ছে বরং বলা ভালো