Posts

  পরিচালনা: সৃজিত মুখোপাধ্যায়, অভিষেক চৌবে, ভাসান বালা -সৌভিক বিশ্বাস আচ্ছা, শুরুতেই বলে রাখা ভালো এটা ফর্মাল যেরকম রিভিউ হয় হয়তো সেইরকম গোছের হবে না। এছাড়া আমি অত বড়ো সিনেমা বোদ্ধা নই যে খুব সিনেমা-বোধ-সমৃদ্ধ একটা রিভিউ লিখতে পারবো। পারবো যেটা, সেটা হলো দেখার পর ভালো মন্দ মিশিয়ে নিজের কেমন লেগেছে আর ওই সম্পর্কিত কিছু কথা–সেটা জানানো। ভালো খারাপ যাই লেগে থাকুক আমার মনে হয় এইরকম উদ্যোগকে অন্তত একটু প্রশংসা করা যায়। কারণ, বিখ্যাত সৃষ্টিগুলোর সাথে জড়িয়ে থাকা স্রষ্টার মুন্সিয়ানা নিঃসন্দেহে কালজয়ী–সেটা অস্বীকার করার কোনো জায়গাই নেই কিন্তু সেইগুলো যদি কালের পথ পেরিয়ে এসে একই জায়গায় একইভাবে আটকে থাকে, একইভাবে জনসম্মুখে পরিবেশন করা হয় তাহলে সেই স্থবিরত্ব, একঘেয়েমি হয়তো সুদূর ভবিষ্যতে শিল্পের অগ্রগতিকে ব্যহত করবে। বলা ভালো, এটা শুধু শিল্প না বিজ্ঞানের ক্ষেত্রেও প্রযোজ্য। জেমস ওয়াটের স্টীম ইঞ্জিন থেকেই ক্রমে বর্তমানে আমরা বৈদ্যুতিক ট্রেনে এসে পৌঁছেছি। এই অ্যান্থলজির চারটে গল্পের মধ্যে যে দুটো নিয়ে বেশি আলোচনা হচ্ছে বরং বলা ভালো

দ্বিতীয় পুরুষ (সিনেমা ২০২০)

Image
প্রযোজনা : এস ভি এফ প্রাইভেট লিমিটেড পরিচালনা : সৃজিত মুখোপাধ্যায় সঙ্গীত পরিচালনা : অনুপম রায় ক্যামেরাম্যান : সৌমিক হালদার অভিনয় : পরমব্রত চট্টোপাধ্যায় , রাইমা সেন , অনির্বাণ ভট্টাচার্য , গৌরব চক্রবর্তী , ঋদ্ধিমা , ঋতব্রত মুখোপাধ্যায় , বাবুল সুপ্রিয় এবং প্রমুখ । ভাষা: বাংলা    – সৌভিক বিশ্বাস  রিভিউ :   বাইশে   শ্রাবণ  যারা     দেখেছিল তারা    একটি    নতুন ধরনের বাংলা সিনেমা পেয়েছিলো এবং তারসাথে বাই- প্রডাক্ট হিসাবে বাঙালি   প্রেম ,  বাঙালি     নস্টালজিয়া এইসব পাওয়া গেছিলো । এই কারণগুলো মানুষকে এবারও হলমুখী করেছে । কতটা জমলো এই সিনেমার গল্প ? প্রথমেই বলি   দ্বিতীয় পুরুষ কিন্তু তারাও দেখতে পারবে যারা এখনও বাইশে শ্রাবণ দেখেনি কারণ সিনেমায় পুরোনো চরিত্রগুলো বাদ দিয়ে গল্পটা আদ্যোপান্ত নতুন । সিনেমাটা তে দেখা যায় কলকাতার চাইনা টাউনে কিছু পরপর খুন হয় যেটা ঘটনাক্রমে অভিজিৎ পাকরাশির ( পরমব্রত ) হাতে আসে এবং তার সহকারী রজতের ( গৌরব ) সাহায্য নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু

Panchayat (Web Series 2020)

Image
Streaming on: Amazon Prime Director: Deepak Kumar Mishra Cast: Jitendra Kumar, Raghuvir Yadav, Neena Gupta, Chandan Roy etc. By- Souvik Biswas    Photo: Jitendra Kumar in his role   of  Panchayat Review: TVF always presented good story with proper entertainment till date and this series is not beyond that. The entire plot of this series is completely based on a remote village of Uttar Pradesh. Abhishek Tripathi (Jitendra Kumar) is an engineering graduate who aspires for a high profile job but he cannot succeed that. So he is compelled to join the post of the Secretary of that panchayat for a mere salary of twenty thousand with a friend’s advice too. After joining he wants to get rid of that job and that village as well for being unaccustomed to the lifestyle of a village and he makes himself prepared for acing CAT examination to pursue MBA. So that he gets a better job with a great salary. Thus the story heads with several ups and downs. This series shows every corner